সাভারে ৩ ট্যানারি শ্রমিক অ্যাসিডদগ্ধ

521

সিআইএন টিভি২৪ :

ঢাকার সাভারে চামড়া শিল্প নগরীতে অ্যাসিডদগ্ধ হয়ে তিন শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। এরা হলেন- সুমন হোসেন (২৫), আবুল বাশার (৫৫) ও হাশেম আলী (৩২)। গতকাল বুধবার দুপুরে তিন শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানিয়েছেন। তিনি বলেন, পাশের একটি কারখানা থেকে কাঁধে ঝুলিয়ে অ্যাসিডভর্তি ড্রাম নিজ কারখানায় আনছিলেন ওই তিন শ্রমিক। পথে একজন পা পিছলে পড়ে গেলে ড্রামের অ্যাসিড ছড়িয়ে পড়ে। এতে ওই তিনজন দগ্ধ হন।
বিসিক চামড়া শিল্পনগরীতে অগ্নিকা-: সাভারে আগুন লেগে বিসিক চামড়া শিল্পনগরীর একটি কারখানার যন্ত্রাংশ ও চামড়া পুড়ে গেছে। সাভার ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা লিটন আহাম্মেদ জানান, গতকাল বুধবার ভোর পৌনে ৫টার দিকে শিল্পনগরীর কুমিল্লা ট্যানারিতে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। আগুনে চারতলা কারখানা ভবনের তিনতলার ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস কর্মকর্তা লিটন বলেন, কারখানাটির তৃতীয়তলায় আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কারখানাটির চামড়া প্রস্তুত করার তিনটি মেশিন ও ওই ফ্লোরে থাকা চামড়া পুড়ে গেছে। এ অগ্নিকা-ে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান। কারখানার ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান এ অগ্নিকা-ে তাদের প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।