খুলনা – মংলা,বাগেরহাট সড়কের যানবাহন সহ জনসাধারণের নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে পুলিশ

380

বাদশা আলম  ফকিরহাট থেকে :
খুলনা – মংলা মহাসড়ক ও বাগেরহাট সড়ক দক্ষিন অঞ্চলের ব্যাস্ততম ও অতিগুরুত্বপূর্ণ কাটাখালি চত্ত্বর। এ চত্ত্বরে পরিবহন, যাত্রীবাহী বাস, ট্রাক, মহিন্দ্র, ইজিবাইক, ইঞ্জিনচালিত ভ্যানসহ জনসাধারনের ব্যাপকভাবে বৃদ্ধির কারনে অস্বাভাবিক ভাবে যানযটের সৃষ্টিতে কাটাখালী হাইওয়ে থানার বর্তমানে যে প্রশাসনিক কর্মকর্তা -কর্মচারী রয়েছে। সড়কের যে পরিমান যানবাহন সহ জনসাধারনের নিরাপত্ত দিতে হিমশিম খাচ্ছে হাইওয়ে থানা প্রশাসন। এ বিষয়ে কথা হয় কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস,আই জামাল শেখ। তিনি বলেন, থানার যে জনবল পূর্বের সড়কে যে যানবাহন ছিল তাতে সমস্ত যানবাহন সহ জনসাধারণের নিরাপত্তা দিতে কোন সমস্যা হয় নাই। বর্তমানে সড়কে পূর্বের তুলনায় কয়েক গুন ঢাকার পরিবহন, যাত্রীবাহী বাস, ট্রাক, মহিন্দ্র, ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যানসহ যে ভাবে বেড়েছে সে কারনে আমাদের যে জনবল রাত- দিন ২৪ ঘন্ট ডিউটি করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি।এ বিষয়ে উর্ধতন কর্মকর্তা নিকট থানায় আরও কিছু ফোর্সের জন্য আবেদন করব। অতিরিক্ত আরও কিছু ফোর্স না হলে যানবাহনসহ জনসাধারণের নিরাপত্তা আমরা হিমশিম খাচ্ছি।