রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

407

সিআইএন টিভি ২৪  ডেক্স ঃ এবার রসায়নে  নোবেল পেলেনে তিন বিজ্ঞানী। নতুন ধরনের এনজাইম ও এন্টিবডি তৈরির গবেষণার জন্য এবার রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তিন বিজ্ঞানী। বুধবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এ পুরস্কার ঘোষণা করে। নোবেল বিজয়ী এ তিন বিজ্ঞানী হলেন- যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস এইচ আর্নল্ড ও জর্জ পি স্মিথ এবং ব্রিটেনের স্যার গ্রেগরি পি উইনটার। নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনারের মধ্যে আর্নল্ড পাবেন অর্ধেক। আর বাকি অর্ধেক স্মিথ ও উইনটার ভাগ করে নেবেন। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। গত সোমবার চিকিৎসায় নোবেল ঘোষণার মধ্যে দিয়ে এবারের নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। গতকাল মঙ্গলবার ঘোষণা করা হয় পদার্থবিজ্ঞানে বিজায়ীদের নাম। নোবেল কমিটি আগামী শুক্রবার শান্তি এবং ৮ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করবে।