পাটকেলঘাটায় সরুলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে ১০ ই অক্টোবর ২১শে আগষ্ট গ্রেনেড হামলার আসামীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও সরুলিয়া ইউনিয়ন ৫ ও ৬ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মিছিলটি পাটকেলঘাটা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হারুণ অর রশিদ কলেজে এসে শেষ হয়। পরবর্তিতে সরুলিয়া ইউনিয়ন যুবলীগের ৫নং ও ৬নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে সরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুর রহমান হিরোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, তালা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল। আরো উপস্থিত ছিলেন, শেখ শাহিদুজ্জামান পাইলট, শহিদুল বিশ্বাস, আনোয়ার হোসেন, আব্দুল আলিম, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ খানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। সর্বসম্মতি ক্রমে ৫নং ওয়ার্ড কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে মিনহাজ মুনমুন, সাধারন সম্পাদক দিপ্ত দাশ, ৬নং ওয়ার্ড সভাপতি নির্বাচিত হয়েছেন কবির হোসেন ও সাধারন সম্পাদক হয়েছেন কিবরিয়া বিশ্বাস। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন টিটু।