বিবাহবার্ষিকীতে স্বামীকে কিডনি উপহার দিলেন স্ত্রী।একেই বলে হয়তো ভালোবাসার উপহার ৷ ফুলের তোড়া নয়, নয় ক্যান্ডেল লাইটল ডিনার ৷ দামি পারফিউম কিংবা নয় লাক্সারি ট্যুর ৷ বিবাহবার্ষিকীর দিন স্বামীর আয়ু বাড়িয়ে দিলেন স্ত্রী ! এরকমই এক ঘটনা ঘটল ইন্দোরে ৷ বিয়ের ১৭ তম বিবাহবার্ষিকীতে এমনই ঘটনা ঘটালেন রবিদত্ত সোনির স্ত্রী প্রভা ! উপহার হিসেবে প্রভা দান করলেন নিজের একটা কিডনি !
গত আট মাস ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন রবিদত্ত সোনি ৷ নিয়মিত চলছিল ডায়েলেসিসও ৷ কিন্তু দু’দিন আগেই শারীরিক অবস্থার অবণতি ঘটে ৷ দেরি করে না প্রভা ৷ দ্রুত চলে আসেন ইন্দোরের বড় হাসপাতালে ৷ ডাক্তারের পরামর্শে ভর্তি করা হল রবিদত্ত সোনিকে ৷ প্রভা টেনশনে ৷ কী হবে ভেবেই চলছে সারাক্ষণ ৷
ডাক্তার জানালেন রবির কিডনির প্রয়োজন ৷ আগে-পিছু না ভেবে প্রভা ডাক্তারকে জানিয়ে দিলেন, প্রভাই দেবে স্বামী রবিকে কিডনি ! শুরু হল প্রভার চেকআপ ৷ দেরী না করে শুরু হল অপারেশন ! অপারেশন হওয়ার পর প্রভা ডাক্তারকে জানালেন, বিবাহবার্ষিকীর কথা ৷ আর রবি ডাক্তারকে জানালেন, ‘বউয়ের থেকে সেরা উপহার পেয়ে গেলাম !’ রবি ও প্রভা এখন আছেন সুস্থ ৷