খুলনার খালিশপুর থেকে গাঁজাসহ মালা বেগম (৩৫) নামের এক মাদক সম্রাজ্ঞী গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে খালিশপুর ভাটিয়াপাড়া মিস্টান্ন ভান্ডারের পেছনে রেললাইন সংলগ্ন তার বাসার পাশ থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে এসআই আসাদুজ্জামান বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত মহিলা ইজিবাইক চালক রবিউল ইসলামের স্ত্রী।