রামপালে ব্যবসায়ীকে মারপিট অতপর থানায় অভিযোগ

419

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা ॥

রামপালের ভাগা বাজারের মুদি ব্যবসায়ী রামকৃষ্ণ অধিকারীকে শ্রমিক লীগ নেতা কর্তৃক মারপিটের ঘটনায় শুক্রবার বাজার ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষনা দেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রামপাল থানার ওসি শেখ লুৎফর রহমানের আশ্বাসে ব্যবসায়ীরা সকাল ৯ টায় ধর্মঘাট তুলে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেন। জানা গেছে, উপজেলার কালেখারবেড় গ্রামের কালিপদ অধিকারীর পুত্র রামকৃষ্ণ অধিকারীকে জনৈক শ্রমিক লীগ নেতা জামাল সরদার বৃহস্পতিবার সকাল ১০ টায় মারপিট করে। এতে ওই ব্যবসায়ী আহত হন। এঘটনায় ওই ব্যবসায়ী রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।