আ‌ফিল‌গেট বাইপাশ সড়‌কের একাংশ বা‌লি ব্যবসা‌য়ি‌দের দখ‌লে : প‌রি‌বেশ দূষন : সড়ক দূর্ঘটনার আশংকা

449

 

‌বিপ্লব মজুমদার, বি‌শেষ প্র‌তি‌বেদক: 

খুলনার খানজাহান আলী থানার আ‌ফিল‌গেট বাইপাশ সড়‌কের প্র‌বেশ পথ থে‌কে শুরু ক‌রে ওয়াসা ভবন পর্যন্ত সড়‌কের একধার র‌য়ে‌ছে বালু ব্যবসা‌য়ি‌দের দখ‌লে। ফ‌লে রাস্তার অ‌র্ধেক জায়গা জু‌ড়ে বালুর ট্রাক থাকায় অন্যান্য প‌রিবহন চলাচল কর‌তে সমস্যার সম্মূখীন হয়। অন্য‌দি‌কে সড়‌কের পু‌রো অংশে ধূ‌লা বা‌লি‌তে প‌রিপূর্ন থাকায় রাস্তায় কাঁদা জ‌মে একাকার হ‌য়ে থা‌কে। ফ‌লে সাধারন পথচারীসহ যানবাহন চলাচ‌লে ঝুঁ‌কি থা‌কে। যে কোন মুহু‌র্তে ঘট‌তে পা‌রে বড় ধর‌নের দূর্ঘটনা। স্থানীয়রা জানান, বালু লোড আন‌লোড রাস্তার পা‌শে করা‌তে বাতাসে সব সময় ধূলাবালু উ‌ড়ে , ফ‌লে রাস্তা দি‌য়ে চলাচল কর‌তে হ‌লে ধূলা বালু গা‌য়ে মে‌খে চল‌তে হয়। এখন বাইপাশ সড়‌কের ওই অংশটুকুর অবস্থা নাজুক। বর্ষা মৌসু‌মে প্রচন্ড কাঁদা জ‌মে রাস্তার দু ধার চলাচ‌লের জন্য অনু‌পোয‌গি হ‌য়ে থা‌কে। এলাকাবা‌সির দা‌বি বালুর ব্যবসা কর‌তে যে‌য়ে সাধারন পথচা‌রি‌দের যা‌তে কোন সমস্যা না হয় , সে জন্য কর্তৃপ‌ক্ষের হস্ত‌ক্ষেপ কামনা কর‌ছেন।