সি আইএন টিভি ২৪ ডেক্স ঃ
খুলনা শহরের খালিশপুর ক্রিসেন্ট জুট মিল মন্দিরে দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। খালিশপুর থানার ওসি সরদার মোশাররফ হোসেন বলেন, গতকাল শনিবার সকালে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দুর্গা প্রতিমার হাত, গণেশের শুঁড় ও লক্ষ্মী প্রতিমা ভাঙচুর দেখতে পান। গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে ভাঙচুর করেছে বলে কর্তৃপক্ষের অভিযোগ। দুর্গাপূজা উপলক্ষে এসব প্রতিমা তৈরির কাজ চলছে বলে তিনি জানান। খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক, ক্রিসেন্ট জুট মিল সিবিএর সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।