গতকাল ৭ অক্টোবর সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তারা বলেন, যে কোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে আসন্ন দুর্গাপূজায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলে কেউ কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করতে পারে, এদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোও যানজটমুক্ত রাখতে ট্রাফিক পুলিশের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতার সাথে জনসচেতনতাও জরুরী। সভায় খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন সভায় সভাপতিত্ব করেন। বক্তারা বলেন, দুর্গাপূজা নির্বিঘ্ন রাখতে পুলিশ বাহিনী সতর্ক থাকবে। খুলনার খানজাহান আলী সেতু ( রূপসা ব্রীজের) উপর কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটায় নিরাপত্তার স্বার্থে জনসমাগম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় জানানো হয়, খুলনা জেলায় গত আগস্টে ২৫৫টি মামলার স্থলে সেপ্টেম্বরে ২৬৩টি মামলা হয়েছে। জেলায় গত মাসের তুলনায় মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৮টি। মহানগরীতে গত আগস্টে ২২২ মামলার স্থলে সেপ্টেম্বরে ২২৭টি মামলা হয়েছে। গত মাসে খুলনায় ১৩টি মামলা বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বরে বিভিন্ন মাদক স্পটে ১২০টি অভিযান পরিচালনা করে ৩০ জন আসামির বিরুদ্ধে ২৮টি মামলা করা হয়।
পিকচার প্যালেস মোড়ে ফুটপাথ দখল করে রাস্তায় চলাচল বিঘ্নিত হওয়া, ফিটনেসবিহীন পরিবহন চলাচল নিয়ন্ত্রণসহ সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কার্যক্রম অব্যাহত আছে মর্মে সভায় আলোচনা হয়। এছাড়া ভেজাল খাদ্যদ্রব্য বাজারজাতকরণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে বলে জানানো হয়। সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। (তথ্যসূত্রে : সময়ের খবর)