ফকিরহাট প্রতিনিধিঃ দৈনিক প্রবাহ সম্পাদক আশরাফ-উল-হক (স্যার) ভারতের পররাষ্ট মন্ত্রণালয়ের আমন্ত্রনে ৭দিনের সফরে যাওয়ায় চুলকাটি প্রেস ক্লাবের পক্ষথেকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন চুলকাটি প্রেস ক্লাবের আহবায়ক জি এম মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক পংকজ কর্মকার, মোড়ল সেকেন্দার মামা , মিজানুর রহমান মিঠু, পিকে অলোক, বাদশা আলম, ফটিক ব্যানার্জি, সবুর রানা, অমিত কর বিলাশ, নানটু, আরিফুজ্জামান ঢালি, মাহফুজুর রহমান, মুরাদ হোসেন, সাকিব, শাওন, চন্দন দেবনাথ প্রমুখ।