শামছুজ্জামান মন্টু , স্টাফ রিপোর্টার :
নওয়াপাড়া পৌরসভার বুইকারা গরুহাটা এলাকার চিহ্নিত মহিলা মাদক কারবারী আঞ্জু বেগম। এলাকার চিহ্নি মাদক ব্যবসায়ী হিসেবে এক যুগেরও অধিক সময় ধরে রীতিমত মাদক ব্যবসা চালিয়ে আসছে। কখনও র্যাব, কখনও পুলিশ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্ত, ডিবি আবার কখনও এপিবিএন এর হাতে আটক হলেও স্বভাব বদলায়নি তার। জামিনে বের হয়ে আবারও শুরু হয় পুরনো ব্যবসা। নূরবাগ রেল লাইনের ফুটপাতে ফলের ব্যবসার আড়ালে চলে তার মাদক কারবার। রবিবার রাত সাড়ে ৯টার সময় আবারও আঞ্জুকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। অভয়নগর থানার এসআই হাসানুজ্জামান জানান, রবিবার রাত আনুমানিক সাড়ে ৯ টায় নূরবাগ সেবা ফার্মেসির সামনে মাদকদ্রব্য বিক্রি কালে আঞ্জু বেগমকে (৪৫) হাতেনাতে ধরা হয়। এসময় তার হাতে থাকা পলেথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে হয় এবং তাকে আটক করে অভয়নগর থানায় আনা হয়। আটক আঞ্জু বেগম পৌরসভার বুইকারা গ্রামের মৃত আবুল কালামের স্ত্রী। ইতিপূর্বে আঞ্জু বেগমের বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করে। আঞ্জু বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গতকাল সোমবার মামলা যশোর জেল হাজতে প্রেরন করা হয়।