গোপালগঞ্জে পিকআপ চাপায় শিশু নিহত

501

সিআইএন:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যান চাপায় আট বছর বয়সী এক শিশুর প্রাণ গেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পোনা এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান। নিহত সেতু শরীফ ওই উপজেলার রাজপাট গ্রামের ওয়ারলেস শরীফের ছেলে। ওসি আজিজুর বলেন, সেতু পোনা গ্রামে তার চাচা কেরামত শরীফের বাড়ি বেড়াতে যায়। রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সেতুর মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় বলে বলে ওসি জানান।