সিআইএন:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি বিল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মালিয়াট গ্রাম থেকে গত সোমবার রাতে লাশটি পাওয়া যায় বলে তত্বিপুর পুলিশ ক্যাম্পের এসআই এমদাদ হোসেন জানান। মৃতের বয়স আনুমানিক ২৭ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। এসআই বলেন, স্থানীয়রা ওই বিলের মধ্যে একজনের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরনে জিন্সের প্যান্ট ও গেঞ্জি ছিল। ঘটনাস্থল থেকে একটি দড়ি উদ্ধার করা হয়েছে, যা দেখে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে।