খুলনার ফুলতলা থানা পুলিশ আজ মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে ফেন্সিডিল সহ দুই যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে জানাযায়, মাদকের বিশেষ অভিযানে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোর্সের মাধ্যেমে পাওয়া তথ্যে ফুলতলার আইয়ান জুট মিলের সামনে থেকে শাহা আবিদ কামরান (১৯), পিতা-শাহা ফরিদ জাহাঙ্গীর, ও মো. সাজ্জাদ হোসেন (২৪), পিতা-মুনতাজ মোল্যা উভয় সাং-গোয়াখালি, থানা-অভয়নগর, জেলা-যশোরকে ৪ বোতল ফেন্সিডিল সহ আটক করে। ফুলতলা থানার ওসি মনিরুল ইসলামের তত্ত্ববাধয়নে এস আই তাপস, এ এস আই রায়হান সহ সঙ্গীয় ফোর্স এ অভিযানটি পরিচালনা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ওসি ফুলতলা থানা মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, মাদকের বিষয় পুলিশ জিরো টলারেন্সভাবে কাজ করছে । পুলিশ সুপার স্যারের বিশেষ নির্দেশনায় আমরা প্রতিদিনই রুটিনমাফিক মাদক অভিযান অব্যহত রেখেছি।