ফেনীতে প্রাইভেটকার থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার , গ্রেফতার ৪

319

সিআইএন ফেনী সংবাদদাতা :

ফেনীর সদর উপজেলায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে দশ হাজার ইয়াবাসহ জব্দ এবং চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উপজেলার লালপোল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে গত সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয় বলে ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আবদুল্লাহ জাহিদ জানান। এরা হলেন- ফরিদপুর জেলার মোশারফ মিয়ার ছেলে মো. সোহেল (২৩), রাজবাড়ী জেলার মো. বদর উদ্দিনের ছেলে রাসেল শেখ (২০), একই জেলার আক্কাস আলী মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৬) ও আবদুল কাদের শেখের ছেলে মো. ফরিদ (২৫)। জাহিদ বলেন, গোপনে খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম লালপোল এলাকায় অবস্থান নেয়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করলে দশ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে ওই ইয়াবাসহ চারজনকে গ্রেফতার এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে ওসি আবুল কালাম আজাদ জানান।