অগ্রণী ব্যাংক ফুলবাড়ীগেট শাখার নতুন ভবনের উদ্বোধন

509

এম. হুসাইন সাব্বির, খানজাহান আলী থানা প্রতিনিধিঃ 

গতকাল বৃহস্পতিবার   সকাল ১০টায় অগ্রণী ব্যাংক খুলনার ফুলবাড়ীগেট শাখার আলতাফ হোসেন প্লাজার নতুন ভবনে কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা এস আই রোর্ড কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোঃ ফারুক আহমেদ। সম্মানিত অতিথি ছিলেন খুলনা সার্কেলের মহাব্যবস্থাপকের সচিবালয়ের উপ-মহাব্যবস্থাপক আবদুল আজিজ ও খুলনা ক্লে রোর্ড কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান ইকবাল হোসেন। খুলনা অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক মোঃ মনিরুল ইসলামমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন ব্যাংকের ফুলবাড়ীগেট শাখার ব্যবস্থাপক মনিময় কুমার, অন্যানের মধ্যে বক্তৃতা করেন খুলনা মহানগর আ’লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনিছুর রহমান, ব্যাংক কর্মকর্তা সৈয়দ আশরাফ আলী, দোয়া পরিচালনা করেন ফুলবাড়ীগেট বাজার জামে মসজিদের ইমাম মাওঃ হাফিজুর রহমান হাফেজী। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধিবৃন্দ ।   এছাড়া ব্যাংকের গ্রাহকগণ উপস্থিত ছিলেন।