গতকাল উচ্চ আদালত হতে ৮ সপ্তাহের অগ্রিম জামিন পেলেন খুলনা খানজাহান আলী থানা বিএনপি সভাপতি মীর কায়ছেদ আলী , সহ -সভাপতি শেখ ইকবাল হোসেন, সাধারন সম্পাদক আমজাদ হোসেন, কাজী মিজান, শুকুর আলী, যুবদল নেতা মোল্লা সোহরাব, সোলাইমান, কাজী মিজানুর রহমান, ছাত্রদল নেতা জাকারিয়া মাহমুদ পিটু , ছাত্রদলের থানা আহবায়ক শেখ বিল্লাল সহ সকল নেতাকর্মী।