আসন্ন ১ নভেম্বর কেসিসি’র প্যানেল মেয়র নির্বাচন

402

সি আই এন 

আসন্ন ১ নভেম্বর  কেসিসি’র প্যানেল মেয়র নির্বাচন  অনুষ্ঠিত হবে। গত ১১ অক্টোবার বৃহস্পতিবার  পরিষদের ১ম সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জানাযায়, খুলনা সিটি কর্পোরেশনের প্রথম সাধারণ সভা  বৃহস্পতিবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনাতয়নে অনুষ্ঠিত হয়। এ  সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন-২০০৯ অনুযায়ী সাধারণ সভায় প্যানেল মেয়র নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় আগামী নভেম্বর মাসের প্রথম দিনে প্যানেল মেয়র নির্বাচনের সিন্ধান্ত নেয়া হয়। এছাড়া মেয়রের অবর্তমানে নির্বাচিত প্যানেল মেয়রদের মধ্যে একজন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন। সেই অনুযায়ী নব-নির্বাচিত ৪১ জন কাউন্সিলরে মধ্য থেকে ৩ জন প্যানেল মেয়র নির্বাচিত হবেন। আর তৃতীয় প্যানেল মেয়র সংরক্ষিত নারী কাউন্সিলরদের মধ্য থেকে নির্বাচিত করার বাধ্যকতা রয়েছে।
এবার প্যানেল মেয়র-১ ও ২ পদের জন্য প্রার্থী হিসেবে যাদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে তারা হলেন ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আনিসুর রহমান বিশ্বাস, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলী আকবর টিপু, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আজমল আহমেদ তপন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, ১৩নং ওয়ার্ড এস এম খুরশিদ আহম্মেদ টোনা, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম মুন্না ও ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন। এছাড়া প্যানেল মেয়র-৩ এর দুই জন কাউন্সিলরের নাম শোনা যাচ্ছে। তারা হলেন, সংরক্ষিত-৫ আসনের কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনু ও সংরক্ষিত-৬ আসনের কাউন্সিলর শেখ আমেনা হালিম বেবি।
২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন বলেন, সিটি কর্পোরেশনের নতুন পরিষদের ১ম সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী নভেম্বর মাসের প্রথম দিনে প্যানেল মেয়র নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।