ফকিরহাট থেকে বাদশা আলম ঃ
ফকিরহাট উপজেলার ৬৯টি দুর্গামন্দিরে দুর্গাউৎসবকে সর্বাধিক নিরাপত্তায় আনসার ও ভিডিপির ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। উপজেলার ৮টি ইউনিয়নে আনসার ও ভিডিপির নারী ও পুরুষ সদস্য/ সদস্যারা ৩৪২ জন। এদের মধ্যে পিসি রয়েছেন ৩৫ জন। এপিসি রয়েছেন ৩৩ জন। পুরুষ সদস্য ১৩৮ জন। নারী সদস্য ১৩৬ জন দুর্গমন্দিরে নিরাপত্তায় থাববেন বলে আনসার ও ভিডিপির উপজেলার কর্মকর্তা (টি,আই) আছিয়া বেগম জানান। এদিকে বেতাগা ইউনিয়নের ভিডিপি কমান্ডার সুলতান মাহামুদ অভিযোগ করে বলেন, বেতাগা ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে সদস্য/সদস্যাদের নিকট থেকে টাকা নিয়া হয়েছে ও একটা সীটে তার মোবাইল নম্বর তাকে না জানিয়ে উক্ত সীটে লেখা হয়েছে। তিনি এ বিষয়ে ফকিরহাট নির্বাহী কর্মকর্তা সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট অভিযোগের প্রস্তুতির নিয়েছেন। এ বিষয়ে ফকিরহাট আনসার ও ভিডিপির কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি বলেন যদি কোন সদস্য/সদস্যা দের নিকট থেকে পুজার ডিউটি করার নাম নিয়ে কেউ টাকা নিয়ে থাকলে তাহলে থানা নির্বাহী কর্মকর্তা নিকট তার বিরুদ্ধে যেন বলে। কথা গুলোর মোবাইল ফোনে কর্মকর্তা জানিয়েছেন।
Home সারা বাংলাদেশ ফকিরহাটে দুর্গা উৎসবকে সামনে রেখে আনসার ও ভিডিপির ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি গ্রহন...