ফকিরহাটে দুর্গা উৎসবকে সামনে রেখে আনসার ও ভিডিপির ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি গ্রহন করেছে

367

ফকিরহাট থেকে বাদশা আলম ঃ
ফকিরহাট উপজেলার ৬৯টি দুর্গামন্দিরে দুর্গাউৎসবকে সর্বাধিক নিরাপত্তায় আনসার ও ভিডিপির ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। উপজেলার ৮টি ইউনিয়নে আনসার ও ভিডিপির নারী ও পুরুষ সদস্য/ সদস্যারা ৩৪২ জন। এদের মধ্যে পিসি রয়েছেন ৩৫ জন। এপিসি রয়েছেন ৩৩ জন। পুরুষ সদস্য ১৩৮ জন। নারী সদস্য ১৩৬ জন দুর্গমন্দিরে নিরাপত্তায় থাববেন বলে আনসার ও ভিডিপির উপজেলার কর্মকর্তা (টি,আই) আছিয়া বেগম জানান। এদিকে বেতাগা ইউনিয়নের ভিডিপি কমান্ডার সুলতান মাহামুদ অভিযোগ করে বলেন, বেতাগা ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে সদস্য/সদস্যাদের নিকট থেকে টাকা নিয়া হয়েছে ও একটা সীটে তার মোবাইল নম্বর তাকে না জানিয়ে উক্ত সীটে লেখা হয়েছে। তিনি এ বিষয়ে ফকিরহাট নির্বাহী কর্মকর্তা সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট অভিযোগের প্রস্তুতির নিয়েছেন। এ বিষয়ে ফকিরহাট আনসার ও ভিডিপির কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি বলেন যদি কোন সদস্য/সদস্যা দের নিকট থেকে পুজার ডিউটি করার নাম নিয়ে কেউ টাকা নিয়ে থাকলে তাহলে থানা নির্বাহী কর্মকর্তা নিকট তার বিরুদ্ধে যেন বলে। কথা গুলোর মোবাইল ফোনে কর্মকর্তা জানিয়েছেন।