শিরোমনিতে ৩০পিস ইয়াবা সহ গ্রেফতার ১

332

এম হুসাইন সাব্বির, খানজাহান আলী থানা প্রতিনিধি

আজ শনিবার  কেএমপি’র  খানজাহান আলী থানার শিরোমনি দক্ষিন পাড়া থেকে ৩০পিস ইয়াবা সহ মোঃসুুজন শেখ (২৬) নামে এক যুবককে ৩য় আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিশেষ অভিযানে আটক করেছে ।  সুজন সাবেক ইউপি সদস্য  ও আওয়ামীলীগ নেতা মোঃ কওছার শেখের ছেলে। দুপুর ২টা ৩০ মিনিটে শিরোমণি দক্ষিন পাড়া আয়শা মঞ্জিলের সামনে থেকে আটক করে।  এ ব্যাপারে খাানজাহান আলী থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।