শামছুজ্জামান মন্টু স্টাফ রিপোর্টার–
যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের দিগঙ্গা কুচলিয়া হরিদাসকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি-সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উদ্যাপন অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজক কমিটির আয়োজনে সকল প্রস্তুতি শেষের দিকে। আগামী ২০ ও ২১ অক্টোবর ২০১৮ খ্রীঃ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রথম দিন ২০শে অক্টোবর শনিবার প্রথম পর্ব সকাল ৮ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন বিদ্যালয়ের প্রায়াত দাতা, প্রতিষ্ঠা, শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রীদের লোকন্তরিত আত্মার শান্তি কামনা ও মঙ্গল শোভাযাত্রা। ঐদিন ২য় পর্ব বিকাল ৩ ঘটিকায় সভাপতি ও অতিথি বৃন্দের আসন গ্রহন পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ, স্বাগত বক্তব্য, স্মৃতিচারণ, স্মরনিকার মোড়ক উন্মোচন, সম্মাননা প্রদান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় বিশেষ অনুষ্ঠান, আঞ্চলিক শিল্পীদের সংগীত, নৃত্যানুষ্ঠান, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দের ভাষণ ও সভাপতির বক্তব্য। রাত ৮ ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনায় থাকবে নড়াইলের নৃত্যশিল্পী বৃন্দ, চেনেল আই টিভির ক্ষুদে গানরাজ এর শিল্পীবৃন্দ, এছাড়া কুষ্টিয়া, ফরিদপুর, গোপালগঞ্জ ও মাদারিপুরের শিল্পী বৃন্দের নিয়ে সংগীত অনুষ্ঠান। এ মনোবন্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে থাকবেন সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উদ্যাপন কমিটির সভাপতি ড. কালিদাস বিশ্বাস, প্রধান অতিথি হিসেবে থাকবেন মনিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, বিশেষ অতিথি হিসেবে থাকবেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আহসান উল্লাহ শরিফী, মনিরামপুর থান অফিসার্চ ইনচার্য মো: সহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার ও ৫নং হরিদাসকাট ইউনিয়ন চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাড়ে। পরেরদিন ২১ শে অক্টোবর রবিবার বিকাল ৩ ঘটিকায় সভাপতি ও অতিথিবৃন্দের আসন গ্রহন ও বক্তব্য আঞ্চলিক শিল্পী বৃন্দের পরিবেশনায় নৃত্য ও সংগীত অনুষ্ঠান। রাত ৮ ঘটিকায় খুলনা-যশোর নৃত্যশিল্পীদের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান, ভারতীয় টিভি চ্যানেল জি-বাংলা টিভি শিল্পী মেঘনা দত্ত চৌধুরী, বাংলাদেশ কোলজআপ-১ চ্যাম্পিয়ন ও চ্যানেল আইটিভির শিল্পী নোলক সহ খুলনার কন্ঠশিল্পী মিষ্টি সংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠানের সভাপতি হিসেবে থাকবেন নড়াইল সকারী ভিক্টোরিয়া কলেজের সহকারী অধ্যাপক কালিদাশ বিশ্বাস, প্রধান অতিথি থাকবেন মাননীয় জাতীয় সংসদ সদস্য মনিরামপুর ৫ এর ¯^পন ভট্টাচার্য্য, বিশেষ অতিথি হিসেবে থাকবেন চেয়ারম্যান মাধ্যমি ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর প্রফেসর মোহম্মদ আব্দুল আলীম, যশোর জেলা প্রশাসক মো: আব্দুল আওয়াল ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এ.এস.এম আব্দুল খালেক। অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করতে সকলকে আহবান জানিয়েছেন আয়োজক কমিটি।