খুলনা বিআরটিএ-তে শিক্ষানবিশ ড্রাইভারদের পরীক্ষা অনুষ্ঠিত

413

এম.হুসাইন সাব্বির, খানজাহান আলী থানা প্রতিনিধিঃ 

খুলনার খানজাহান আলী থানার বাদামতলা বিআরটিএ-তে আজ সোমবার  সকাল ১০টায়  শিক্ষানবিশ ড্রাইভিং(পেশাদার এবং অপেশাদার) প্রশিক্ষণার্থীদে পরীক্ষা অনুষ্ঠিত হয়।  দিনব্যাপী এই বোর্ডে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন। প্রশিক্ষাণার্থীদের পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন জেলা ট্রাফিক ইন্সেপেক্টর মোঃ বেলায়েত হোসেন তালুকদার এবং বিআটিএ’র প্রতিনিধি মটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম। পেশাদার ও অপেশাদার মোট ১৫০জন শিক্ষানবিশ ড্রাইভিং প্রশিক্ষণার্থী দিনব্যাপী লিখিত মৌখিক এবং ফিলটেষ্ট পরীক্ষায় অংশগ্রহন করেন।