রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

404

রাজধানীর মিরপুরের রূপনগর ও বনানীতে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। এরা হলেন- নওগাঁর দুই ব্যবসায়ী বন্ধু রাজ্জাক (৪৬) ও জাহিদুর রহমান দুদু (৪৫) এবং অজ্ঞাতপরিচয় একজন (২৭)। রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম রাব্বানী বলেন, গত রোববার রাতে মোটরসাইকেলে করে সাভার থেকে মিরপুরে যাচ্ছিলেন রাজ্জাক ও দুদু। রাত সোয়া ১০টার দিকে গোড়ান চটবাড়ি পানি উন্নয়ন বোর্ডের সামনে গাড়ির ধাক্কায় তারা গুরুতর আহত হন। তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে গতকাল সোমবার সকাল সোয়া ৬টার দিকে আর্মি স্টেডিয়ামের সামনের সড়কে দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। আনুমানিক ২৭ বছর বয়সী ওই লোকের পরণে ছিল, জিন্স ও চেকের শার্ট। বনানী থানার এসআই মো. ইউসুফ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, দৌড়ে রাস্তা পার হওয়ার সময় একটি বাসের ধাক্কায় আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।