এম. হুসাইন সাব্বির, খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে খুলনার খানজাহান আলী থানাধীনি ইষ্টার্ণগেট গাবতলা এলাকায় শিক্ষক গোলাম মোস্তফার বাসভবনে দূর্ধষ ডাকাতি সংঘঠিত হয়।
জানাযায়, ডাকাত দলের ৪/৫ জন সংঘবদ্ধভাবে মোস্তফার বাসায় তার নাতীর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে বাসার অভ্যান্তরে প্রবেশ করে। তাদেরকে বাঁধা দেওয়াতে গোলাম মোস্তফাকে মাথায় আঘাত করে আহত করে। এ সময় ডাকাত দলের ঘরের আসবাবপাত্র ভাংচুর করে স্বর্ণালংকার সহ নগদ ৪0 হাজার টাকা লুট করে নিয়ে যায়। আহত মোস্তফার কন্যার দেওয়া তথ্যে মতে ডাকাত দল প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানার ওসি শফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। এস আই শওকত জানান, এটি একটি প্রফেশনাল ডাকাতি ঘটনা। আমরা তদন্ত শুরু করেছি। খুব শিঘ্রই ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতার করতে পারব।
স্থানীয়দের তথ্যমতে, গোলাম মোস্তফা চাকরির জীবনের শেষের দিকে। খুব নিরীহ মানুষ। তবে এ ডাকাতির ঘটনা কোন পূর্ব শত্রুতার জের নয়। এটা দূর্ধষ ডাকাতি।
উল্লেখ্য , গোলাম মোস্তফা সম্প্রতি সহকারি প্রধান শিক্ষক থেকে পদন্নতী পেয়ে ফুলতলার পশ্চিম ধোপা খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।