প্রতিবেদক মো. আবু হামজা বাঁধন, চিত্রধারন : এম হুসাইন সাব্বির,
কেএমপি’র খানজাহান আলী থানাধীন পথেরবাজার পুলিশ চেক পোস্টে নিয়মিত তল্লাশী চলাকালীন ফেন্সিডিল সহ দুই মহিলা আটক হয়।
পুলিশ সূত্রে জানাযায়, আজ বুধবার দুপুর ১টার দিকে পথের বাজার পুলিশ ক্যাম্পের চেকপোস্ট কালীন মোছা: লাল বানু (৪৫), স্বামী-মহিউদ্দিন মন্ডল ও মোছাঃ হালিমা খাতুন, স্বামী- হাসিবুল , উভয় সাং- শিংনগর, থানা- জীবননগর, জেলা চুয়াডাঙ্গা ফুলতলা থেকে খুলনা অভিমূখে পায়ে হেটে যাওয়ার পথে পথেরবাজার আসলে পুলিশ তাদের সন্দেহমূলকভাবে তল্লাশী করে। এ সময় তাদের কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ধৃত দুই মহিলাকে পুলিশ সংশ্লিষ্ট থানায় প্রেরণ করেন এবং তাদের বিরুদ্ধে “বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সালের ২৫ এর বি” ধারায় একটি একটি মামলা দায়ের হয়। যার মামলা নং-৬।
পথের বাজার পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই সুমঙ্গল কুমার দাসের নেতৃত্বে এ এস আই মনিরুল ইসলাম, এ এস আই মনির সহ সঙ্গীয় ফোর্স এ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। উল্লেখ্য, এর আগে গত সেপ্টম্বর মাসে পথেরবাজার পুলিশ চেক পোস্টে ইয়াবা উদ্ধার করা। সুমঙ্গল দাস এ ক্যাম্পের ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকে মাদক সহ অবৈধপন্য উদ্ধার অভিযান পূর্বের যেকোন সমেয়ের তুলনায় জোড়ালো হচেছ বলে জানাযায়।