শামসুজ্জামান (মন্টু) স্টাফ রিপোর্টার ঃ
অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন ধোপাদী ধোপাপাড়া গ্রামে সর্বজনীন শিব মন্দিরে গ্রাম বাসির আয়জনে শারদীয় দুর্গা উৎসব পালিত হচ্ছে। গতকাল ছিল উৎসবের মহা অষ্টমী উপলক্ষ্যে সকাল দশ ঘটিকায় অজ্ঞলী ও প্রসাদ বিতরণ। সন্ধায় আরতি প্রতিযোগিদের পুরষ্কার বিতরন। কচি কাচাদের ধর্মিও গান ও নিত্ত পরিবেশন। আয়োজিত এ অনুষ্ঠানে পুজা পরিষদের হরে কৃষ্ণ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ বিশ্বাস, প্রভষ মন্ডল, গোপাল মন্ডল, সুভাষ মন্ডল, নৃপেন পাড়ে পুজা উৎজাপন পরিষদের নেত্রী বৃন্দ সহ এলাকার ভক্ত বৃন্দ।