ফকিরহাটের দুইটি দুর্গা মন্দিরে ইলেকট্রনিক পদ্ধতিতে শারদীয় দুর্গোৎসব শুরু
ফকিরহাট থেকে বাদশা আলম ঃ
বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া মাইট কুমরা ও আট্টাকী শ্রী শ্রী শীতলা সার্বজনীন দুর্গা মন্দিরে ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পুর্ণ ভিন্ন আঙ্গিকে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। জাকজমক পূর্ণ এই পূজা অর্চনা অনুষ্ঠানে প্রতিমাদের অভিনয় করা সত্য ত্রেতা দ্বাপর আর কলি যুগের নানান অবতারের কাহিনী দেখতে ভক্তরা মহাষষ্ঠী পুজার শুরুতেই ভীড় করছেন। জানা গেছে,এবার উপজেলার মধ্যে লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কুমরা ও ফকিরহাট সদর ইউনিয়নের আট্টাকী শ্রী শ্রী শীতলা সার্বজনীন দুর্গা মন্দিরে ৩য় বারের মত এবারও ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পুর্ণ ভিন্ন আঙ্গিকে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। পুজা মন্দির কমিটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে বহুরুপে দেব দেবীদের আভিরভাবের কাহিনী নিয়ে প্রতিমা গুলি তৈরী করতে সক্ষম হয়েছেন। মন্দিরের সকল সাজসজ্জার কাজ এখন শেষ, চলছে পূজা অর্চনার কাজ। এবার জাড়িয়া মাইট কুমরা মন্দিরটিকে অন্যান্য বছরের তুলনায় ভিন্ন আঙ্গিকে সুসজ্জিত করে সাজানো হয়েছে। যা দেখলে ভক্তদের মনকে আরো বেগবান করবে। মন্দির কমিটির সভাপতি মৃনাল কান্তি দেবনাথ ও সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ বলেন, অন্যান্য বছর যে ধরনের প্রতিমা তৈরী করা হলেছিল এবার তা অন্য রকমের ভাবে তৈরী করা হয়েছে। এদিকে বিঘাই রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় দুর্গা মন্দিরে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় মধ্যে দিয়ে চলছে পুজা অর্চনা ছোট মন্দির হলেও ব্যাপক ভক্তকূলের সমাগম জানান আনসার ভিডিপি পিসি সুলতান মাহমুদ, পূর্নিমা, অশোক কুমার দেবনাথ, কমলা রানী এখানে আইন শৃঙ্খলা কোনরুপ বিগ্ন ঘটছে না। যা ভক্তকুলের মন-কে আকৃষ্ঠ আরো করবে। তারা বলেন এবার শো-এর মাধ্যমে প্রতিমা গুলি তাদের অভিনয়ের মাধ্যমে স্বঃস্বঃ কৃতকর্ম গুলি তুলে ধরতে সক্ষম হবে। যেমন মহিষসুর বধ, দাতা কর্ণ,পাবর্তীর শীব ভক্তি ও দেবী দুর্গা মায়ের মত্তে আগমন সহ বিভিন্ন কাহিনী শো-এর মাধ্যমে উপাস্থাপন করা হয়েছে। এদিকে খোজ নিয়ে জানা গেছে,পূজা অর্চনা অনুষ্ঠানে যাহাতে কোন প্রকার বিশৃংখলা না ঘটতে পারে এজন্য পুলিশ প্রশাসনের পক্ষ হতে বাড়তি নিরাপত্তাও জোরদার করা হয়েছে। র্যাব পুলিশের পাশা পাশি ৩৪২জন আনসার ব্যাটেলিয়ান সর্বক্ষনিক ৬৯টি মন্দিরে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে মহিলা আনসার সদস্য ১৩৬জন, পুরুষ সদস্য ১৩৮জন এবং পিসি ৩৫জন, ও এপিসি ৩৩জন দায়িত্বে নিয়োজিত থাকবেন। ####
ফকিরহাটে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৮ পালিত
ফকিরহাট প্রতিনিধি।
ফকিরহাট উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে ও ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সহযোগীতায় ১৫ অক্টোবর বেলা ১১টায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৮ উদযাপন উপলক্ষ্যে র্যালি, হাত ধোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টেকসই “উন্নয়ন’ ‘স্বাস্থ্য সম্মত স্যানিটেশন” এ্ই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাত ধোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। ওয়াশ কর্মসূচীর কর্মসূচী সংগঠক প্রদীপ কুমার পালের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী সরফরাজ আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেন, পরিসংখ্যান অফিসার সরদার আমজাদ হোসেন, স্যানেটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, ব্র্যাক জেলা প্রতিনিধি মোঃ মারুফ পারভেজ, সিএসএস’র ওয়াশ প্রকল্পের এরিয়া ম্যানেজার সংকর চন্দ্র জোয়াদ্দার প্রমূখ। এসময় ব্র্যাক ওয়াস কর্মসূচীর জেএসএস টেকনিক্যাল মোঃ জাকির হোসেন, কর্মসূচী সহকারী তরিকুল ইসলাম, শামসুর উদ্দিন, লিটন মন্ডল, সিএসএস’র ওয়াশ কর্মসূচীর ইউএফ শর্মিলা আজগর খাদিজা সহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। ###
ফকিরহাটে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবী যুবককে কারাদন্ড
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাতবাড়িয়া এলাকায় গতকাল সোমবার সকাল ১১টায় ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে দুই মাদকসেবী যুবককে কারাদন্ড দেয়া হয়েছে। আটককৃতদের কাছ থেকে গাজা উদ্ধার ও সেবন করার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিলের ৭ (ক) ধারায় দুই জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের পরিচালক উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। সাজাপ্রাপ্তরা হলো লাল চন্দ্রপুর গ্রামের মোঃ জাকির হোসেনের পুত্র সুজন শেখ (২২) ও সাতবাড়িয়া গ্রামের হালিম ফরাজীর পুত্র মোহম্মদ ফরাজী (২০)। অভিযানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অধিদপ্তরের গোয়েন্দা শাখার ইন্সপেক্টর পারভীন আক্তার, এসআই মোঃ মোকাচ্ছেদ হোসেন প্রমূখ। ###