আজ খুলনার রূপসা নদীতে নৌকা বাইচ

420

আজ শনিবার দুপুর ২টায় খুলনার রূপসা নদীতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ অনুৃষ্ঠিত হবে।  তথ্যমতে,  গ্রামীণফোনের সহযোগিতায়, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে ১৩ তম নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। নৌকা বাইচে তিনটি গ্রুপে মোট ৩৪টি নৌকা অংশ নেবে। গত বুধবার খুলনা ক্লাবে গ্রামীণফোন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আজ শনিবার সকাল ১০টায় নগরীর শিববাড়ি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হবে। দুপুর ২টায় ১নং কাস্টম ঘাটে অতিথিরা নৌকা বাইচের উদ্বোধন করবেন। দুপুর আড়াইটায় ১ নং কাস্টম ঘাট থেকে নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়ে বিকাল ৫টা ৩০ মিনিটে রূপসা সেতুতে গিয়ে শেষ হবে। সন্ধ্যায় রূপসা ঘাটে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ বছর প্রতিযোগিতায় কয়রা, পাইকগাছা, তেরখাদা, কালিয়া, নড়াইল ও মাদারীপুর থেকে ১৫টি বড় এবং ১০ টি ছোট বাইচ দল আসছে। এর মধ্যে বড় দলের প্রথম বিজয়ীরা পুরস্কার হিসেবে পাবে এক লাখ টাকা, দ্বিতীয় দল পাবে ৬০ হাজার টাকা এবং তৃতীয় দল পাবে ৩০ হাজার টাকা। ছোটদলের প্রথম বিজয়ী দল ৫০ হাজার টাকা, দ্বিতীয় দল ৩০ হাজার টাকা এবং তৃতীয় দল পাবে ২০ হাজার টাকা। এবার গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর এলাকার ১২টি নৌকা নিয়ে একটি বিশেষ দল তৈরি করা হয়েছে। সেই দলের প্রথম বিজয়ী পাবে ৫০ হাজার টাকা, দ্বিতীয় দল ৩০ হাজার টাকা এবং তৃতীয় দল পাবে ২০ হাজার টাকা।