নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চার যুবকের মাথা থেঁতলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি গুলিসহ দুটি পিস্তল, একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
আজ রোববার ভোরে উপজেলার পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তাঁদের লাশ পড়েছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে। প্রথমে ধারণা করা হচ্ছিল তাঁরা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। পরে বোঝা যায় চার যুবকের মাথা থেঁতলানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই দল সন্ত্রাসী গ্রুপের দ্বন্দ্বে এ ঘটনা ঘটে থাকতে পারে।
জানাযায়, নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।