নওয়াপাড়ায় তিন বছরের ব্যবধানে দুই ভাইয়ের প্রাণ কেড়েছে মোটরসাইকেল

387

শামছুজ্জামান মন্টু স্টাফ রিপোর্টার ঃ

নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় তিন বছরের ব্যবধানে দুই ভাইয়ের প্রাণ কেড়েছে মোটর সাইকেল। ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের (কলাতলা) সামনে মেঝ ভাই তাফিম হুসাইন এবং গত বৃহস্পতিবার বাংলাদেশ বেতার নওয়াপাড়া উপ কেন্দ্রের সামনে সেঝ ভাই তাসনিম হুসাইনের প্রাণ কেড়ে নেয় ঘাতক মোটর সাইকেল। পৃথক এ দুটি ঘটনায় মোটরসাইকেল চালক দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়। নিহত দুইজন নওয়াপাড়া পৌরসভার ভাঙ্গাগেট আমডাঙ্গা গ্রামের হাফেজ মাওলানা তাছাওয়ার হুসাইন (রাজের হুজুর) এর ছেলে ছিলেন। বহস্পতিবার মৃত্যুবরণ করা তাসনিম হুসাইন (২৫) এর মৃত্যুর বিষয়ে জানাগেছে, গত মঙ্গলবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ১১ টা ৪৫ মিনিটের সময় নওয়াপাড়া বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ী ফিরছিলেন তাসনিম। যশোর-খুলনা মহাসড়কের বাংলাদেশ বেতার নওয়াপাড়া উপ-কেন্দ্রের সামনে আসলে তার মোটরসাইকেলটি সড়কের পার্শ্বের একটি গাছে আঘাত হানে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক তাসনিম মারাত্মক জখম হয়ে সড়কে আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় খুলনায় স্থানান্তরিত করেন। পরিবারের পক্ষ থেকে তাকে খুলনা গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করে। প্রায় ৩০ ঘন্টা মৃত্যুর সাথে যুদ্ধ করে চিকিৎসাধীন অবস্থায় বৃৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টায় তার মৃত্যু হয় এবং জোহর নামাজ বাদ ঐতিহ্যবাহী নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। অপর দুর্ঘটনাটি ঘটে ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় (কলাতলা) এর সামনে। এ ঘটনায় মৃত তাসনিমের মেঝ ভাই তাফিম হুসাইন তার মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছিল।