ফুলতলা মহিলা কলেজে নিরাপদ সড়ক এর দাবিতে মানববন্ধন

658

সরকারি ফুলতলা মহিলা কলেজে নিরাপদ সড়ক এর দাবিতে আজ সকাল ১১টা থেকে ১১টা৩০ মিনিট পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক এবং ছাত্রী বৃন্দ।

(তথ্য ও ছবি ঃ ইমরান  মোল্যা, ফুলতলা থানা প্রতিনিধি )