সাতক্ষীরার গুড়পুকুরের মেলা জমে উঠেছে শেষ মুহূর্তে

331

সাতক্ষীরা  থেকে বদরুজ্জামান খোকা  ঃ

সাতক্ষীরা শহরের তিনশ বছরের প্রাচীনতম ঐতিহ্যবাহী সাতক্ষীরার গুড়পুকুরের মেলা শেষ মুহূর্তে জমে উঠেছে। এই মেলাটি দীর্ঘ এক মাসের অধিক সময় ধরে জমজমাট পূর্ণ। ছোট থেকে প্রাপ্ত বয়স্ক সকলে আনন্দ উপভোগের জন্য এই মেলা  বেছে নিয়েছে। সেই জন্য শেষ মুহূর্তে জমে উঠেছে ঐতিহ্যবাহী সাতক্ষীরার গুড়পুকুরের মেলা। মেলায় আনন্দ উপভোগের জন্য শিশুদের ঘুরনি ট্রেন,নাগরদোলা এবং ইলেকট্রনিক্সের নৌকা ব্যবস্থা করেছে। মেলায় মহিলাদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। মহিলারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করছে খুব স্বাচ্ছন্দ্যে। এখানে সাংসারিক জিনিস নিচ্ছে নিরিবিলি পরিবেশে। তাছাড়া জামা-প্যান্ট ও কসমেটিকস এর সামগ্রীসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী আপন জনকে নিয়ে কিনছে। উল্লেখ্য, সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা এমন একটা সময় ছিল, সাতক্ষীরা শহরের বিভিন্ন অলিতে-গলিতে মেলা আনন্দ উপভোগ করত। কিন্তু মেলা কর্তৃপক্ষের কাছে  কথা বলে জানাযায় , নিরাপত্তার কারণে এই ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হচ্ছে। মেলার আনন্দ উপভোগের জন্য সকল স্তরের মানুষকে মেলায় আসার জন্য মেলা কর্তৃপক্ষ আহ্বান করেছে।