অভয়নগরে ট্রেনের ধাক্কায় খন্ড-বিখন্ড পাথর বোঝাই ট্রাক ঃ ৬ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

416

শামছুজ্জামান মন্টু, স্টাফ রিপোর্টার ঃ 

যশোর-অভয়নগরে আজ মঙ্গলবার  সকাল আনুমানিক ৭টায় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ট্রেন কপোতক্ষ নওয়াড়া পাঁচকবর নামক স্থানে পৌছালে ঢাকা মেট্র-১৪৩২১নম্বর পাথর বোঝাই ট্রাক বাইপাস সড়ক পার হওয়ার সময় ট্রেনের সাথে ধাক্কা লেগে পার্শে ছিটকে পড়ে ক্ষত-বিক্ষত হয়ে যায়। জানা যায় ট্রাকের হেলপার গাড়ি পার্কিং করার জন্য গাড়ির পিছন থেকে ড্রাইভারকে সিগনাল দিয়ে গাড়ি পিছনে নিচ্ছিলেন। এসময় বোঝাই ট্রাকটি ট্রেন লাইনের উপর আসলে ড্রাইভার খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি দেখতে পেয়েই গাড়ির জানলা খুলে লাফিয়ে পড়ার সাথে সাথে ট্রেনটি ট্রাকে ধাক্কা দিয়ে চলে যায়। তখন ট্রেন লাইনের উপর থাকা ট্রাকটি লাইনের পার্শে খন্ড-বিখন্ড হয়ে মুখ থুবড়ে পড়ে। এ ঘটনার পর প্রায় ৬ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।