জাতীয় সংসদ নির্বাচনের কারণে ঃ খুলনা জেলা যুবলীগের সম্মেলন বাতিল

425

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে  থেমে  গেল খুলনা  জেলা যুবলীগের  সম্মেলনের আমেজ। আসছে  ২৭ অক্টোবর হচ্ছে না জেলা যুবলীগের সম্মেলন। যদিও দীর্ঘ ১৫ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এ সম্মেলন বাতিল করা হয়েছে। যুবলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আনিছুর রহমান  এ বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানাযায়, গত ২৩ সেপ্টেম্বর যুবলীগ চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত  এক  সভায় জেলা যুবলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। নগরীর শহীদ হাদিস পার্কে সকাল ১০টায় সম্মেলন হওয়ার কথা ছিল। এদিকে সম্মেলন প্রস্তুতির অংশ হিসেবে ২৯৬ জন কাউন্সিলরের নাম তালিকায় রয়েছে।
 সম্মেলনে সভাপতি পদে প্রার্থী ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ, জেলা যুবলীগের সহ-সভাপতি আজিজুল হক কাজল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক জেলা পরিষদের সদস্য চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন ও অজিত বিশ্বাস এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ বিএম কামরুজ্জামান ও জসীম উদ্দিন বাবু, জেলা যুবলীগের প্রচার সম্পাদক জলিল তালুকদার, জেলা যুবলীগের সহ-সম্পাদক জামিল খাঁন,  সাবেক  জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম কচি,  জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, জেলা সৈনিক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা এস এম ফরিদ রানা, জেলা যুবলীগের সহ-ক্রীড়া সম্পাদক বেগ আমীনের নাম শোনা যায়। এছাড়া নেতৃত্ব প্রত্যাশীদের মধ্যে আরও ছিলেন সাবেক ছাত্রনেতা মাহফুজুর রহমান সোহাগ, বটিয়াঘাটার গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা শেখ হাদি-উজ জামান হাদী ও সাবেক ছাত্রনেতা বিধান চন্দ্র রায়।