শিরোমনীতে চুরি সংঘঠিত :আটক ২

461

 

 

এম হুসাইন সাবির , খানজাহান আলী  প্রতিনিধি, 

খানজাহান আলী থানার শিরোমণি পূর্বপাড়া তেতুলতলা রোডের লিয়া ফার্ণিচারের মালিক আলহাজ্ব শেখ ওমর ফারুকের বাড়ীতে আজ বুধবার দিনের বেলায় প্রধান ফটক খোলা পেয়ে বাড়ীর দ্বিতীয় তালার গেটের তালা ভেঙ্গে ঘরের প্রবেশ করে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কারসহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল নিয়ে পালানোর সময় জনতা তাদেরকে ধাওয়া করে এই চক্রের সদস্য আজাদ এবং মহেন্দ্র সহ দুইজনকে আটক করে গণধোলায় দিয়ে পুলিশেকে দিয়ে দেয়
বাড়ীর মালিকের ছেলে রাকিব জানান, সকাল সাড়ে ১১টায় বাড়ীর পুরুষরা যখন বিভিন্ন কাজে বাহিরে চলে যায় সেই সময় তিন তালা বাড়ীর প্রধান ফটক খোলা পেয়ে দ্বিতীয় তালার গেটের তালা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে অড্রপ এবং সোকেজ এবং আলমেরীর তালা ভেঙ্গে নগদ ১৫ হাজার টাকা , এক ভরী ওজনের ১টি গলার হার, দুই ভরী ওজনের ২টি হাতের বালা, চার আনা ওজনের ১টি আংটি এবং আটানা ওজনের এক জোড়া কানের দুল নিয়ে অপর ঘর প্রবেশের সময় তার মা দেখে চিৎকার করে তাকে ধাক্কা দিয়ে দ্রুত নিচে নেমে যায়। মায়ের চিৎকারে রাস্তার থাকা মানুষ মটরসাইকেল নিয়ে ধাওয়া করে ক্যান্টমেন্ট এলাকা থেকে মাহেন্দ্র (খুলনা মেট্রো থ- ১১-০৯৯০)সহ দু’জনকে আটক করা হয়। এ সময় অপর একজন পালিয়ে যায়। মামলার প্রস্তুতি চলছে