সাতক্ষীরার বাঁশদহায় কলেজ ছাত্রীর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা

474
সাতক্ষীরা  থেকে  বদরুজ্জামান খোকাঃ- সাতক্ষীরা সদর উপজেলা ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের কাওনডাঙ্গা গ্রমের কলেজ পড়ুয়া ছাত্রী তাজকুরা খাতুন ১৯ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। সে ভবানীপুর গ্রামের বিদেশ প্রবাসী মেহের আলীর কন্যা। পারিবারিক সূত্রে জানা যায়,তাজকুরা খাতুন তার মায়ের সাথে সব সময় ঝগড়া ঝাটি করত। সন্ধ্যার সময় ঝগড়াঝাটি করে সবাই ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক তিনটার দিকে ওড়না পেছিয়ে মারা যায়। নিহতের মামি ভোরে এই দৃর্শ্য দেখে চেচাচিচির এক পর্যায়ে বাড়ির আশেপাশে সকলের ছুটে এসে ঝুলন্ত লাশ দেখতে পায়। কাজেম আলী এবং নিহতের মা কাঁচি দিয়ে ওড়না কেটে লাশ নিচে নামায়। ঝুলন্ত লাশের পাশে একটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়। কিন্তু পরবর্তীতে মোবাইলের কোন খোঁজ খবর পাওয়া যায় নাই। এব্যপারে পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে কোন ময়নাতদন্ত ছাড়াই স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিত লাশের দাফন সম্পন্ন করা হয়। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।