সাতক্ষীরায় ব্যারিস্টার মইনুলের শাস্তি দাবিতে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ

217

বদরুজ্জামান খোকা সাতক্ষীরাঃ

সিনিয়র নারী সাংবাদিক মাসুদ ভাট্রিকা সহ বাংলাদেশের সফল নারী সমাজের চরিত্র হরণকারী বলায়,শিক্ষিত কুলাঙ্গার মইনুল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায়  ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার ২৫ আগস্ট জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে এবং জেলা পরিষদের সাধারণ সম্পাদীকা জোসনা আরা এর সার্বিক ব্যবস্থাপনায় শহরের রেড ক্রিসেন্ট কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বাহির হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা নিউ মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা রোকসানা পারভীন সহ মহিলা আওয়ালীগের নেত্রী বৃন্দ। জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হারুনা রশিদ সমগ্র অনুষ্ঠানটি  পরিচালনা করেন। সমাবেশে বক্তারা বলেন গণমাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে অকথ্য ভাষায় সাংবাদিক ভাট্রিকা কে যে গালিগালাস করেছে আমরা তার সঠিক বিচার চাই। বক্তারা আরও বলেন বাংলার নারী সমাজ কে এখন আর ছোট করে দেখার কিছু নেই। বক্তারা আরো বলেন এই মইনুল বলেছিল আমরা চুনোপুঁটি ধরি না।আমরা রুই কাতলা ধরি। তার নিজের ভাই মনির হোসেন কে সার্থের জন্য একটি ঘরে বন্ধ করে রেখেছিল। ক্ষমতায় যাওয়ার জন্য চক্রান্ত করে এই মানুষ রুপি পশু নারী সমাজকে অপমানিত করেছ। তাই দেশের মাটিতে বিচার করার জন্য ঝাড়ু হাতে,জুতা হাতে,মহিলা আওয়ামী লীগের কর্মীরা উপস্থিত আছে।