সাতক্ষীরা বাঁশদহা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত

488
সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে। সদর উপজেলার আহবায়ক সরদার আব্দুল মজিদের সভাপতিত্বে বিকাল ৪ ঘটিকার সময় বাঁশদহা ইউনিয়নের ভবানীপুর ওয়ার্ডে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয়।  যেখানে ২০ ভোটের মধ্যে ১২ ভোট পেয়ে বদরুজ্জামান খোকা ১ নং বাঁশদহা ইউঃ জাতীয় পার্টির সভাপতি নির্বাচিত হয়। এবং আট ভোট পেয়ে আমিনুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা সদর দুই আসনের লাঙ্গল প্রত্যাশী শেখ মাতলুব হোসেন লিয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক পৌর জাতীয় পার্টির সদস্য সচিব শেখ আব্দুস সাদেক, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব শেখ শরিফুজ্জামান বিপুল, সদর উপজেলার যুগ্ন আহবায়ক ডাক্তার মোহাম্মদ মোঃ আলফাজ আলী, জাহাঙ্গীর হোসেন, শামসুর রহমান সোনা, সুরমান আলী, আলহাজ মনসুর আলী, আমিনুর রহমান, ইমাম মফিজুল ইসলাম। ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের সকল  ওয়ার্ডে জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে কাজ করার জন্য কাঁধে কাঁধ রেখে কাজ করার জন্য উপস্থিত সকলকে উদাত্ত আহ্বান রাখে।