আগামী ৫ নভেম্বর সংলাপের ডাক পেয়েছে জাতীয় পার্টি

463

সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া চিঠির জবাবে আগামী ৫ নভেম্বর সংলাপে ডাক পেয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সংলাপের আহ্বান জানিয়ে আজ দুপুরে জাপার পক্ষ থেকে গণভবনে চিঠি পাঠানো হয়।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আফজাল হোসেন ও দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ চিঠিটি হুসেইন মুহম্মদ এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে গিয়ে পৌঁছে দেন।

সংলাপ চেয়ে আজ দুপুরে জাতীয় পার্টির পক্ষ থেকে গণভবনে একটি চিঠি পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছেন এরশাদের প্রেস সেক্রেটারি সুনীল শুভরায়।

এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠান ড. কামাল হোসেন। এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ঐক্যফ্রন্টকে ১ নভেম্বর রাতে গণভবনে নৈশভোজে আমন্ত্রণ জানান।

গতকাল মঙ্গলবার সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠান বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। প্রধানমন্ত্রী তাঁদের ২ নভেম্বর রাতে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন।