সারাদেশের ন্যায় খুলনায় কোমলমতি শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১৫ নভেম্বর পরীক্ষা শেষ হবে। প্রথম দিনে জেএসসি’র বাংলা এবং জেডিসি’র কুরআন মাজীদ ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে। গেল বছর ১ নভেম্বর এ পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।