সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। একের পর এক নতুন ফিচার দিয়ে আরো সুবিধা দিয়ে যাচ্ছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। জনপ্রিয়তাকে বজায় রাখতেই নয়া ফিচার এনে চলেছে সংস্থা৷সেভাবেই তালিকায় যোগ হল আরও একটি ফিচার৷ যেটির মাধ্যমে ইউজার ‘ফেসবুক স্টোরি’ তে শেয়ার করা ছবি, ভিডিওতে অ্যাড করতে পারবেন পছন্দের গান৷ সংস্থা জানাচ্ছে, ‘খুব শীঘ্রই নিউজ ফিডেও ফিচারটি পাবেন ইউজাররা৷’শুধু তাই নয়, খুব তাড়াতাড়ি ইউজার নিজের প্রোফাইলের মধ্যেই গান অ্যাড করার সুযোগ পাবেন৷ ইন্সটাগ্রামের ইউজাররা ইতিমধ্যেই পেয়েছেন সুবিধাটি৷ একই ধাঁচে ফেসবুকেও কাজ করবে এই মিউজিক ফিচারটি৷
নিজের পছন্দের ছবি অথবা ভিডিও নিয়ে স্টিকার আইকনটিকে ট্যাপ করুন৷ তারপর, মিউজিক স্টিকার সিলেক্ট করুন৷ এরপর নিজের পছন্দের গানটি বেছে নিয়ে শেয়ার করুন৷ যেখানে গানের ও শিল্পীর নামও যোগ করার সুযোগও থাকছে৷
অ্যাড করা স্টিকারকে মুভ করা কিংবা অন্যান্য স্টিকার অ্যাড করার অপশনও থাকছে ইউজারদের হাতে৷ ফেসবুক জানিয়েছে, কিছুদিন আগেই (জুনে) ‘লিপ সিঙ্ক লাইভ’ ফিচারটি নিয়ে এসেছে সংস্থা৷ যেটির সুবিধা বিশ্ববাসী পেয়েছেন৷ এছাড়াও, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ইউজারদের চাহিদাকে গুরুত্ব দিয়ে একাধিক নিত্যনতুন ফিচার নিয়ে এসেছে মার্কিনি এই সংস্থা৷ আর, এই নিত্যনতুন ফিচারগুলিই ক্রমাগত আকর্ষণ বাড়াচ্ছে ইউজারদের৷