বদরুজ্জামান খোকা, সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
সাতক্ষীরা কলারোয়ার ভাদিয়ালি হাই স্কুল মাঠে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষ যাতে হয়রানি না হয় এবং চোরাচালান কারবারিরা শাস্তির আওতায় আসে, সে বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিপির সিও লেফটেন্যান্ট কর্নেল জনাব গোলাম মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির উপ অধিনায়ক জনাব ফজলে রাব্বী। মাদ্রা বিওপির কমান্ডার নায়েক সুবেদার মনিরুল ইসলাম। ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম। এ সময় বক্তারা বলেন সীমান্তে চোরাকারবারিদের কোন ছাড় নেই। ভালো লোক যাতে হয়রানি না হয় সে বিষয়ে খেয়াল রেখে সকলের সহযোগিতা নিয়ে সাতক্ষীরাকে কলঙ্কমুক্ত করব, ইনশাআল্লাহ। ভারত এবং বাংলাদেশের চোরাকারবারিদের তাদের মুখে অকালে জীবন দিয়েছেন বিজিবির ল্যান্সনায়েক রফিক। আর কোন বিজিবি সদস্য যাতে অকালে জীবন দিতে না হয় সেজন্য সকল বিজিবি সদস্যকে কাঁধে কাঁধ রেখে জনগণকে সাথে নিয়ে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। অবৈধ পণ্য বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে যা যা করণীয় সবকিছু করা হবে প্রধান অতিথি আশ্বাস দেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ৫ নম্বর সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান জনাব এস এম মনিরুল ইসলাম।