দেবী ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদশেী রহস্যর্ধমী চলচিত্র। চলচিত্রটি নির্মিত হয়েছে খ্যাতনামা সাহিত্যক হুমায়ূন আহমদেরে বিখ্যাত মিসির আলি ধারাবহিকের একই নামের প্রথম উপন্যাস থেকে । সরকারী অনুদানে নর্মিতি চলচ্চত্রিটি পরচিালনা করছেনে অনম বিশ্বাস।। চলচিত্রটির প্রযোজক জয়া আহসান এবং তার প্রযোজনা প্রতষ্ঠিান সি-তে সিনেমো । এতে মিসির আলি চরত্রিে অভনিয় করছেনে চঞ্চল চৌধুরী এবং রানু চরিত্রে অভিনয় করছেনে জয়া আহসান।। এছাড়া অনান্য গুরুত্বর্পূণ র্পাশ্ব চরিত্রে অভিনয় করছেনে শবনম ফারিয়া, অনমিষে আইচ ও ইরেশ যাকের।
২০১৮ সালরে ১লা জুন চঞ্চল চৌধুরীর জন্ম দিনের দিনে তিনি এক ভিডিও বার্তার মাধ্যমে ৭ই সপ্টেম্বের, ২০১৮ সালে চলচিত্রটি মুক্তরি ঘোষণা দেন। কিন্তু পরর্বতীকালে ছবিটির মুক্তি পিছিয়ে যায় এবং ২০১৮ সালরে ১৯শে অক্টোবর বাংলাদশেরে প্রেক্ষাগেৃহে মুক্তি পায় দেবী। ১০ নভম্বের অস্ট্রিলিয়ার বিভিন্ন শহরে মুক্তি পাবে দেবী