শামছুজ্জামান মন্টু, স্টাফ রিপোর্টার মনিরামপুর (যশোর) থেকে-
যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের শাহমান্দার তলার কাজের সিমানা প্রাচীর ও প্রবেশ গেট উদ্বোধন আলোচনা সভার দীনবন্ধু রায় এর সভাপতিত্বে ৮৯ যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য সভার প্রধান অতিথি থেকে বলেন দেশ উন্নয়নের জন্য ধারবাহীকতা ধরে রাখতে হলে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে আরও ক্ষমতায় আনতে হবে, তা না হলে দেশের উন্নয়ন বাধা গ্রস্থ হবে। আমি স্বপন ভট্টাচার্য্য এমপি হলে কোন উন্নয়ন হবে না। তাই আগামী ১১তম সংসদ নির্বাচনে আওমীলীগের নৌকা মার্কা প্রতিকে ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে এবং তার জন্য যা যা করা দরকার তা তা করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী, উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী, মাছরাঙা টেলিভিশনের রাহুল রায়, হরিদাসকাটি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান শিবপদ রায়, ২নং সুন্দলী ইউনিয়ন চেয়ারম্যান বিকাশ রায় কপিল, ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ তাপস কু-ু, মুক্তেশ্বরী ডিগ্রী কলেজ অধ্যক্ষ প্রবীর মল্লিক, মনিরামপুর সরকারি কলেজ উপাধ্যক্ষ সমীর হালদার, আ’লীগ নেতারা হলেন, আঃ জলীল, আলমগীর কবির, আতিয়ার রহমান, আঃ মান্নান বাবলু সিংহ, সমীরণ সরকার, সুব্রত বিশ্বাস, অনল বিশ্বাস, জয়ন্ত বসু, কালিপদ বক্সি, জুলফিককার আলী জুলু, শরিফুজ্জামান সাগর, সহকারী শিক্ষক রবিন্দ্রনাথ রায়, শুকৃতি বিশ্বাস, পংকজ সরকার, সুজয় কুমার মল্লিক প্রমুখ।
Home সারা বাংলাদেশ খুলনা বিভাগ হরিদাসকাটিতে শাহমান্দার তলার সিমানা প্রাচীর ও প্রবেশ গেট শুভ উদ্বোধন করেন এমপি...