কেএমপি’র খানজাহান আলী রোডস্থ বাইতিপাড়ার মোড়ে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ । জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক বিক্রেতা হলেন সঙ্গীতা হলের পেছনে অগ্রণী ব্যাংকের গলির বাসিন্দা মৃত হাজী সোবাহান ভূইয়ার ছেলে মো. সবুর ভূইয়া (৩০)। গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার বিএম নূরুজ্জামান জানান, বৃহস্পতিবার খানজাহান আলী রোডস্থ বাইতিপাড়ার মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫৫ পিস ইয়াবাসহ সবুরকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ ইয়াবার ব্যবসা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে খুলনা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।