জেল হত্যা দিবস উপল‌ক্ষে ফুলতলা উপ‌জেলা আওয়ামীলী‌গের দোয়া ও আ‌লোচনা সভা

438

ইমরান মোল্যা, ফুলতলা থানা প্রতিনিধি

আজ শ‌নিবার সন্ধ্যায় খুলনার ফুলতলা উপজেলা অাওয়ামীলীগের উ‌দ্যে‌গে দলীয় কার্যালয়ে জেল হত্যা দিবসে জাতীয় ৪ চার নেতার অাত্নার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয় । এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা অাওয়ামীলীগ সভাপতি  শেখ অাকরাম হোসেন। সার্বিক দায়িত্বে ছিলেন ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী। অন্যান্য‌দের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন আসলাম খাঁন, আবু তা‌হের রিপন, ইউ‌পি চেয়াম্যান শিপলু ভূঁইয়া, আশরাফুল আলম ক‌চি,   ম‌নিরুল ইসলাম নয়ন, সাদ্দাম হো‌সেন প্রমুখ । অনুষ্ঠানটি  পরিচালনা করেন শেখ শহিদুল্লাহ প্রিন্স।