ফকির লালন সাইজীর ১২৮ তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনের লালন উৎসব শুরু হয়েছে রাজবাড়ীতে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বেলগাছি আরশি নগর লালন স্মৃতি সংঘের সভাপতি রমজান আলী খানের সভাপতিত্বে তিনদিন ব্যপী লালন উৎসব ও মেলার উদ্বোধন করেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর সহ ধর্মীনি রেবেকা সুলতানা সাজু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহবার, লালন গবেষক এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস প্রমুখ।
বেলগাছি আরশি নগর লালন স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা সমাজ সেবক আশরাফুল আলম আক্কাছ জানান, তারা এই উৎসবে ভক্তি সঙ্গীতের পাশাপাশি সাম্প্রদায়িকতা সহিংসতা ভুলে লালন আদর্শে গঠনের চেষ্টা করবেন নীজেকে। এছাড়া উৎসব উপলক্ষে বসেছে তিনদিনের লালন মেলা।
চলছে লালন উৎসব তাই রাজবাড়ীর বেলগাছিতে এখন হাজারো দর্শনার্থীর ভীর। ২০১২ সালে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি এলাকায় কয়েকজন লালন ভক্ত লালন সঙ্গীত চর্চার জন্য গড়ে তুলেন আরশি নগর লালন স্মৃতি সংঘ।
এরপর থেকে প্রতি বছর লালনের তিরোধান দিবস উপলক্ষে বসে বাউল উৎসব। তাই লালনের জীবন, কর্ম, ধর্ম দর্শন চর্চা এগিয়ে নিতে এসেছেন হাজারো ভক্ত।
আয়োজকরা বলেন লালনের বানী ছরিয়ে দিতে পারলেই সমাজ থেকে কু-সংস্কার দুর হবে।
বাংলা ১২৯৭ সালের পহেলা কার্তিক সাধক পুরুষ লালন সাঁই দেহত্যাগ করেন। ফকির লালন সাঁইজীর ১২৮ তম
তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপি লালন মেলা বৃহস্পতিবার শুরু হয়েছে যা শেষ হবে শনিবার।