সাতক্ষীরায় চাচার হাতে ভাইপো জখম

563
আহত চাচা ইয়ার আলী

বদরুজ্জামান খোকা, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়নের তলুইগাছা গ্রামের তৌয়েব আলী ছেলে ভাইপো জহুরুল ইসলামের হাতে চাচা ইয়ার আলী জখম হয়েছে ৷ প্রত্যক্ষদর্শিরা জানান, চাচা ইয়ার আলীর ছাগল ভাইপোর ধান খায় ৷ এমতাবস্থায় ভাই চাচা ভাইপো কাছে জানতে চাইলে সে কোপ  দিয়ে চাচার গায়ে আঘাত করে ৷ এমন কি আঘাত করার পর ক্ষান্ত হয়নি চাচাকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি প্রদান করে চাচা আঘাত পাওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেন ৷ স্থানীয় পল্লি চিকিৎসক ডাঃ রুহুল কুদ্দুস এ প্রসঙ্গে ডাক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন আঘাতের পরিমান তেমন গুরুতর নয় ৷ তবে একটু বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে ৷ ভাইপো জহুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন চাচার বিরুদ্ধে দীর্ঘ দিনের রাগ ছিল তাই প্রতিশোধ নিলাম ৷ চাচা ইয়ার আলী ভাইপোর ভয়ে চরম আতংকে দিন কাটাচ্ছে ৷ বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা কাজ করছে ৷