আবারও স্বল্পপরিসরে বিশেষজ্ঞদের নিয়ে সংলাপে বসার আগ্রহের কথা জানিয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। রোববার বেলা ১২টার দিকে গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য জগলুল হায়দার আফ্রিকসহ তিনজন নেতা ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে চিঠিটি পৌঁছে দেন। চিঠিতে শেখ হাসিনার উদ্দেশে ড. কামাল লেখেন, গত পয়লা নভেম্বর গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা নিয়ে আলোচনা হয়েছে। এ জন্য ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আপনাকে (প্রধানমন্ত্রী) ধন্যবাদ জানাই। দীর্ঘ সময় আলোচনার পরও আমাদের আলোচনাটি অসম্পূর্ণ থেকে যায়। সেই দিন আপনি বলেছিলেন আমাদের আলোচনা অব্যাহত থাকবে। তারই ভিত্তিতে ঐক্যফ্রন্ট জরুরি ভিত্তিতে আবারও আলোচনায় বসতে আগ্রহী। ঐক্যফ্রন্টের ৭ দফার সাংবিধানিক ও আইনগত দিক বিশ্লেষণের জন্য উভয় পক্ষের বিশেষজ্ঞসহ সীমিত পরিসরে আলোচনা করা প্রয়োজন।